
ফেসবুক পেইজ প্রফেশনাল ড্যাশবোর্ড বা ইনসাইট
ফেসবুক পেইজ প্রফেশনাল ড্যাশবোর্ড বা ইনসাইট
পেইজ ইনসাইট বা বর্তমানে প্রফেশনাল ড্যাশবোর্ড একটি চমৎকার ফিচার যাকে বলা হয় বিজনেস পেইজের প্রাণ। এখান থেকে আপনি জানতে পারবেন আর ক্রেতা সম্পর্কে, আপনার অডিয়েন্স সম্পর্কে। তাদের সম্পর্কে জানলেই তো তাদেরকে সঠিক খাবারটা দিতে পারবেন
ইনসাইট চেক করে বুঝতে পারবেন যে আপনার পেইজে পোস্টের মান ঠিক হচ্ছে কিনা? বুঝবেন যে, কোন ধরনের পোস্ট দিলে পেইজে ভালো রিচ হবে কোনো বুস্টিং ছাড়া? আপনার ফলোয়ারা কোথা থেকে এসেছে,কোন সময় বেশি এক্টিভ থাকে, মেইল বা ফিমেল কতজন ইত্যাদি
আপনার পেইজের ইনসাইট দেখুন, কোন পোস্টে
- বেশি রিচ হয়েছে
- বেশি এনগেজমেন্ট হয়েছে
- লাইক হয়েছে
- কমেন্ট হয়েছে
- কোন ধরনের পোস্ট বেশি ভালো পারফর্ম করেছে।
এসব যখন বুঝতে পারবেন তখনই আপনি আপনার অডিয়েন্সদের সঠিক খাবারটা দিতে পারবেন। এরপর যাচাই করুন কোন কোন পোস্টে সবচেয়ে বেশি পারফরম্যান্স করেছে, এসব পোস্টে কি ছিলো যা অন্য পোস্টে ছিলো না। তাহলেই আপনি রিচ কম হওয়া ও রিচ বেশি হওয়া পোস্টের মধ্যে পার্থক্য, মিসিং পয়েন্ট খুজে পাবেন।
বিজনেস ও ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিয়মিত টিপস ও আপডেট পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন এবং জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে
আপনার অনলাইন বিজনেস ও ফেইসবুক এডস নিয়ে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি নিতে পারেন এখানে