Preloader
img

অনলাইনে সেল বৃদ্ধির উপায়

অনলাইনে সেল বৃদ্ধির উপায়

অনলাইন ব্যবসা বলতে অনেকের চোখে ভেসে ওঠে এক প্রতারণার ফাঁদ। কিন্তু গত কয়েক বছর ধরে এ ধারণাটি কিছুটা কমে আসছে।বর্তমানে  ক্রেতা সচেতন, বিক্রেতা সচেতন।সততা অবলম্বন করে জীবনযাপন করা একটু কষ্ট হলেও এর মধ্যে রয়েছে আত্মতুষ্টি, রয়েছে পূণ্য।

মহানবী (সঃ) বলেছেন, "সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) আমার সঙ্গে থাকবে।"

যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনার আসলে পুরোপুরি ধারণা নাই সেটা নিয়ে আপনার সম্ভাব্য কাস্টমারকে প্রমিস করা উচিত নই। আপনার সম্ভাব্য কাস্টমারকে অবশ্যই পণ্যের ভালো-মন্দ বুঝিয়ে বলতে হবে। আপনার প্রোডাক্ট বা সার্ভিস আসলে যা নয়, তা নিয়ে কাস্টমারকে প্রমিস দিলে পরবর্তীতে আপনার ব্যবসায় ক্ষতির কারণ হয়ে দাড়াবে।আপনার অনলাইন বিজনেস ছোট হোক বা বড় হোক সততা অবলম্বন করা সবখানে জায়েজ। একটা নেগেটিভ কমেন্ট বা রিভিউ আপনার ব্রান্ড এর বারোটা বাজাতে সক্ষম কিন্তু একটা পজিটিভ রিভিউ আপনার জন্য অসংখ্য সম্ভাব্য কাস্টমার নিয়ে আসতে পারে। আপনি সেটাই উল্লেখ করুন যেটা আসলেই আপনি প্রদান করতে পারবেন।

তাই বিশেষজ্ঞরা বলে, Don’t try to be something you’re not.

প্রতিনিয়ত অনলাইন বিজনেসে প্রতিযোগিতা বাড়তেছে, বাড়তেছে অনলাইন শপিং এর হারও। তাই আপনি যদি প্রতিযোগিতার মাঠে ঠিকে থাকতে চান তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা প্রতিষ্ঠানকে একটা পজিটিভ জোনে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এমন কিছু বিক্রি না করা ভালো, যা আপনি নিজেও কখনো কিনবেন না।

অর্থাৎ আপনি নিজের জন্য হলে যেসব টার্মস এন্ড কন্ডিশন প্রয়োগ করে একটি প্রোডাক্ট ক্রয় করবেন, ঠিক সেইভাবে আপনার কাস্টমারের জন্যও প্রোডাক্ট রেডি করুন। কাস্টমারের সাথে আপনার কথোপকথনে এটাই প্রমাণিত হতে হবে যে আপনি আসলেই সঠিক তথ্য প্রদান করছেন। আপনার প্রোডাক্টে বিস্তারিত বর্ণনা লিখে রাখুন এবং যেটা সঠিক সেটাই লিখুন। আপনি যেটা প্রদান করতে পারবেন না বা যে সুবিধাটি প্রোডাক্টে দিতে পারবেন না তা প্রমিস না করা-ই উত্তম  বিশেষজ্ঞদের ভাষায়, Be Honest in Your Sales Product or Services

তাই আপনার সম্ভাব্য কাস্টমারের সাথে বিশ্বস্ততা গড়ে তুলুন আর ব্যবসায় বিশ্বাসযোগ্যতা ( Business Credibility) নিয়ে আসুন।

বিজনেস ও ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিয়মিত টিপস ও আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে

আপনার অনলাইন বিজনেস ও ফেইসবুক এডস নিয়ে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি নিতে পারেন এখানে