
পেইজের মেসেজের কারণে কীভাবে পেইজ ডিলেট বা ডিজেবল হতে পারে?
পেইজের মেসেজের কারণে কীভাবে পেইজ ডিলেট বা ডিজেবল হতে পারে?
মেটা টেকনোলজি আমার আপনার পেইজের প্রতিটি মেসেজ রিভিউ করে, প্রতিটি মেসেজে তাদের ট্র্যাকিং এ থাকে অর্থাৎ কীভাবে মেসেজ দিচ্ছেন, কোন শব্দ লিখতেছেন, কীরকম ভাষায় মেসেজ লিখতেছেন ইত্যাদি তাদের টেকনোলজির মাধ্যমে রিড করে।
বিশেষ করে আপনি যখন "Click to messenger " / "Get more Message" এডস রান তখন এই আপনার মেসেঞ্জার এক্টিভিটি খুবই গুরুত্ব সহকারে ফলোআপ এ রাখে। তাহলে মেটা তাদের টেকনোলজির মাধ্যমে কীভাবে আপনার মেসেজ এক্টিভিটি রিড করে...
১. এডস পলিসি বা এডস স্ট্যান্ডার্ডঃ আপনি যখন কাউকে মেসেজ করেন তখন সর্বপ্রথম এডস পলিসি ভায়োলেশন হয়েছে কিনা চেক করে।
২. এরপর চেক করে কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি।
৩. দুটির যেকোনো একটি ভায়োলেশন হলে ফেইসবুক আপনাকে কিছুটা সময় দিবে। এরপর ঐ নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে আবারও ভায়োলেশন হলে তখন আপনার পেইজে মেসেজ " Restricted " করে দেয়। অর্থাৎ আপনি কাউকে মেসেজ করতে পারবেন না নির্দিষ্ট সময়ের জন্য।
৪. রেস্ট্রিকটশন রিমুভ করার পরেও যদি আবার ভায়োলেশন করেন কিংবা অতিরিক্ত পলিসি ভায়োলেশন করেন তখন পলিসির মাত্রার উপর নির্ভর করে আপনার পেইজ হয় ডিজেবল করে দিবে আর না হয় ডিলেট করে দেওয়া হবে ফেইসবুক সিস্টেম থেকে।
চিন্তার বিষয় হল, ঐ পেইজের এডমিন হিস্টোরি মেটার সিস্টেমে সেইভ হয়ে যায়। পরবর্তীতে যতই পেইজ ওপেন করুক না কেন মেটা সিস্টেমে এডমিনের ব্যাকগ্রাউন্ড হিস্টোরিতে আগের রেস্ট্রিকটশন হিস্টোরি দেখা যাবে। এজন্য ঐ একাউন্ট থেকে আর পেইজ ওপেন না করে অন্য কারো একাউন্ট থেকে পেইজ ওপেন করে কমপক্ষে ৭দিন পর এডমিন করলে সবচেয়ে বেটার হয়।
সবার জন্য শুভকামনা রইল। পোস্ট টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন। আমার নতুন পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন এখানে A.M Faruk