Preloader
img

অরিজিনাল কন্টেন্ট রিচ বাড়ায়!

অরিজিনাল কন্টেন্ট রিচ বাড়ায়!

ফেইসবুক বলে, তাদের এলগরিদম সিস্টেম অরিজিনাল কন্টেন্ট এর রিচ বাড়িয়ে দেয় এবং পেইজের ফলোয়ারের বাইরের অডিয়েন্সদেরও আপনার কন্টেন্ট সাজেস্ট করে। এজন্য হয়তো আপনি কিছু পেইজের কন্টেন্ট আপনার নিউজফিডে দেখতে পান যাদের আপনি ফলো করেন না। তবে নিয়মিত ইউনিক পোস্ট করতে হবে। যখন ফেইসবুক সিস্টেমে একবার সেট আপ হয়ে যাবে যে, আপনি শুধু মাত্র অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাহলে পরবর্তীতে আপনার পোস্টের রিচ অটোমেটিক বাড়িয়ে দিবে। এটাকে বলে "News Feed distribution " . আপনার যদি আসলেই দীর্ঘমেয়াদি বিজনেস করার পরিকল্পনা থাকে তাহলে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, ব্যবহার করতে হবে, সেটা অর্গানিক রিচ হোক কিংবা পেইড এডস এর ক্ষেত্রে হোক।

নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে