
ফেইসবুক পেইজে যেসব নাম ব্যবহার করলে পেইজ ডিলেট হতে পারে
ফেইসবুক পেইজে যেসব নাম ব্যবহার করলে পেইজ ডিলেট হতে পারে
ফেসবুকে প্রতিনিয়ত অসংখ্য পেইজ খোলা হয়, খোলা অসংখ্য বিজনেস পেইজও। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আপনার সেই কাঙ্ক্ষিত পেইজটি হঠাৎ গায়েব হয়ে যায়
ইদানীং ফেসবুক তাদের রুলসের প্রতি খুূবই কঠোর হচ্ছে এবং এটা অটোমেটিক সিস্টেমে হয়ে যায়। অর্থাৎ তাদের টার্ম এবং কন্ডিশন এর সঙ্গে না মিললে সাথে সাথে একশনে যায় ফেসবুক।এক্ষেত্রে মাঝে মধ্যে আইডি ডিজেবল হয়ে যায়, এডস একাউন্ট রেস্ট্রিকটেড হয়ে যায়, পেইজ, গ্রুপ ইত্যাদি ডিজেবল হয়ে যায়।তাহলে চলুন, কোন ধরনের নাম থাকলে আপনার পেইজটি ফেইসবুকের রুলসের সাথে যাবে না!
- Official শব্দটি ব্যবহার করা যাবে না। যদি কোনো ব্রান্ড, স্থান, অর্গানাইজেশন না হয়ে থাকেন তাহলে আপনি এই শব্দটা ব্যবহার করতে পারবেন না। ফেইসবুক যদি ভুলে official লেখাযুক্ত কোনো পেইজ ভেরিফাইড করে ফেলে তাহলেও পরবর্তীতে official শব্দটি রিমুভ করতে হবে।
- Improper Capitalization: অর্থাৎ আপনি অনুপযুক্ত শব্দের বিন্যাস ব্যবহার করতে পারবেন না, করলেও রুলসের সাথে সাংঘর্ষিক হয়ে সমস্যা হতে পারে। যেমনঃ tHe best CaFE , পেইজের নাম অবশ্যই ব্যাকরণত ঠিক হতে হবে।
- বিভিন্ন ধরনের প্রতীক যেমনঃ ® © $ @ এবং অপ্রয়োজনীয় বিরামচিহ্ন ব্যবহার করা যাবে না।
- পেইজের নামের সাথে স্লোগান এড করে দেওয়া ভালো না। স্লোগান about সেকশনে এড করলে ভালো। যেমনঃ The Best Cafe - We serve the best coffe in town
- Facebook নামের কোনো ভেরিয়েশন করা যাবে না।
বুঝেছেন তো এবার?
আপনার পেইজের নাম যদি এই ক্যাটগরির মধ্যে থাকে তাহলে আজই পরিবর্তন করুন।
আর আমি আছি আপনাদের সাথে ফেসবুকের সকল প্রকার সমস্যা নিয়ে, আপনার অনলাইন বিজনেস এর সমস্যার সমাধান নিয়ে, আপনার বিজনেস পেইজের সমস্যার সমাধান নিয়ে।
নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে