
ফেইসবুক কপিরাইট বা পলিসি ভায়োলেশন থেকে বাচার উপায়
কীভাবে আপনি নিশ্চিত হবেন, যে কন্টেন্ট আপনি আপলোড দিতে যাচ্ছেন সেটা কপিরাইট পলিসি ভায়োলেশন হবে না?
ফেইসবুক সার্ভিস টার্মস ও কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি অনুযায়ী আপনি ফেইসবুকে সেটাই পোস্ট করতে পারবেন যেটা আপনি নিজেই ক্রিয়েট করেছেন। আরেকজনের কন্টেন্ট (intellectual property) কখনও ব্যবহার করা যাবে না যাতে আপনার পলিসি ভায়োলেন্স না হয়। এটা স্বাভাবিক যে আপনি কারো কন্টেন্ট পোস্ট করলে অবশ্যই কপিরাইট লঙ্ঘন করবেন, এমনকি যদি আপনি-
- কোন প্রোডাক্ট কিনে বা ডাউনলোড করে ফেইসবুক আপলোড করেন। যেমন: মিউজিক
- নিজের ডিভাইসে রেকর্ড কন্টেন্ট। যেমন: কোন অনুষ্ঠানে ব্যাগ্রাউন্ডে গান চলছে, সেই মুহূর্তে আপনি ভিডিও রেকর্ড করে ফেইসবুক আপলোড দিলেন।
- কারো কন্টেন্ট বা গান বা ভিডিও আপলোড দেওয়া পর ওনারকে ক্রেডিট দিয়ে থাকেন তারপরেও কপিরাইট হবে।
- বিনোদনের উদ্দেশ্যে কারো কন্টেন্ট আপলোড করলেন এবং বিবৃতি দিলেন যে কপিরাইট যাতে না দেয় কারণ এটা শুধু মাত্র বিনোদনের জন্য আপলোড করা হয়েছে, অন্য কোন উদ্দেশ্যে নই। তারপরোও কপিরাইট ক্লেইম খাবেন
- কারো কন্টেন্ট মডিফাইড করে নিজের কিছু এড করে আপলোড করেন তাহলেও কপিরাইট ক্লেইম খাবেন
- ইন্টারনেট থেকে কমন একটা ভিডিও যেটা সার্বজনীন অর্থাৎ সবাই ব্যবহার করে, সেটাও যদি আপলোড করেন তাহলেও কপিরাইট ক্লেইম হবে।
- সবাই পোস্ট দিচ্ছে এই ভেবে আপনিও পোস্ট দিলেন, তাহলে ফেইসবুক অটোমেটিক সিস্টেমে কপিরাইট ক্লেইম হবে।
তাহলে কি কিছুই করতে পারব না?
জ্বী অবশ্যই পারবেন। ফেইসবুকের কপিরাইট সিস্টেম ৮০% ক্ষেত্রে আসে তাদের অটোমেটিক সিস্টেমে। এবং ৮০% ক্ষেত্রে তারা সঠিকভাবে ডিটেক্ট করতে পারে। এই অটোমেটিক সিস্টেম তাদের পলিসির সাথে well Educated. তাই এরকম কিছু কপিরাইট ইস্যু পেলে সাথে সাথে কপিরাইট দিয়ে দেয় এবং ২০% ক্ষেত্রে বাই হিউম্যান এই ইস্যু গুলো চেক করে।
তাহলে উপায় কী?
উপায় অবশ্যই আছে। যারা ফেইসবুকে বিজনেস করেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই সপ্তাহে অন্তত ২/৩ বার প্রোফাইলের Support Inbox চেক করবেন। এখানে আপনার সকল প্রকার ভায়োলেশন দেখা যাবে। ভায়োলেশন দেখার সাথে সলভ করার চেষ্টা করবেন। যদি উপরের ইস্যুর কারণে কপিরাইট হয়ে থাকে তাহলে দ্রুত সেখানে ক্লিক করে আপিল করুন, আপনি না পারলে প্রফেশনাল কারো সহযোগিতা নিতে পারেন। খুব দ্রুত সমাধান হয়ে যাবে আশাকরি।
যদি আপনার ব্যস্ততা বা অবহেলার কারণে সাপোর্ট ইনবক্সে অনেক বেশি কপিরাইট রিপোর্ট জমা হয়ে থাকে তাহলে যেসব সম্ভাব্য সমস্যা হতে পারেঃ
- প্রোফাইল রেস্ট্রিকটেড হতে পারে
- প্রোফাইল ডিজেবল হতে পারে
- প্রোফাইল পার্মানেন্ট ডিজেবল হতে পারে
- পেইজ রেস্ট্রিকটেড হতে পারে
- পেইজ আন পাবলিশ হতে পারে
- পেইজ ডিলেট হতে পারে
- গ্রুপ ডিজেবল হতে পারে
তাই কপিরাইট ইস্যু অতিরিক্ত জমা হওয়ার আগে দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। আশাকরি এই পোস্ট সকলের জন্য কিছুটা উপকারী হবে। নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে