
ফেইসবুক এডস কি আসলে সেলস গ্যারান্টি দেয়?
ফেইসবুক এডস কি আসলে সেলস গ্যারান্টি দেয়?
উত্তর হচ্ছে না। ফেইসবুক এডস নাম শুনলে সবার মাথায় যেটা আসে সেটা হলো সেলস সেলস আর সেলস। যেভাবেই সেলস লাগবেই।
অনেক এডভার্টাইজার আছে যারা ফেইসবুক এডস পলিসি ভালোভাবে পড়েনা। না পড়ে কাস্টমারদের মিথ্যা আশ্বাস দিয়ে থাকে। ফেইসবুক নিজেও এডস রেজাল্টের কোন কিছুর গ্যারান্টি দেয় না সেখান আপনি বা আমরা তাদের প্লাটফর্ম ব্যবহার করে কীভাবে নিশ্চয়তা দিতে পারি? এগুলো নিয়ে অসংখ্য বার সচেতন করা হলেও আমাদের দেশে এডভার্টাইজার ও কাস্টমারের মধ্যে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। ফেইসবুক তাদের এডস এর মধ্যে শুধু মাত্র একটা বিষয়ের গ্যারান্টি দেয় সেটা হল " ফেইসবুক তাদের সকল টেকনোলজি, প্লাটফর্ম ব্যবহার করে আপনার এড টি সঠিক মানুষের কাছে যত বেশি সম্ভব পৌঁছাবে যাতে আপনি ভালো আউটপুট পেতে পারেন। "
সেলস এবং মার্কেটিং দুটি ভিন্ন জিনিস। এডভার্টাইজাররা সেলসম্যান নই। ফেইসবুক এডস এর বাস্তবতা হচ্ছে এটাই।বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এখানে
নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে
নিরন্তর শুভকামনা রইল সবার জন্য