Preloader
img

ফেইসবুক এডস কি আসলেই বাজেটের উপর নির্ভর করে?

ফেইসবুক এডস কি আসলেই বাজেটের উপর নির্ভর করে?

প্রায় সময় অভিযোগ পাওয়া যায়,ভাই সেলস নেই, এডস ভালো পারফর্ম করতেছেনা, বাজেট দেওয়ার পরেও কাজ হয়না, মাসে হাজার ডলার খরচ করি তারপরেও তেমন কাজ হয় না। আসলে একটা এড একজন কাস্টমারের সামনে কীভাবে শো করে?

একই অডিয়েন্স নিয়ে একজনে ৫০ ডলার ও আরেকজনে ৬০ ডলার এড দিলে কারটা আগে শো করবে? এবং ফেইসবুক এডস Auction টা কাজ করে কীভাবে?

ফেইসবুক এডস কাজ করে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে। যেমনঃ ডাটা পয়েন্ট, মেশিন লার্নিং ও ফেইসবুক এলগরিদম।

ডাটা পয়েন্ট হচ্ছে মেটা প্লাটফর্মের ( ফেইসবুক, ইনস্টগ্রাম, ওয়াটসএপ)সকল ডাটা সংগ্রহ করে যেখানে জমা থাকে। আবার Auction কাজ করে তিনটি ধাপে অর্থাৎ Total Value(tv)

TV এর তিনটি পার্ট আছে

১. Budget + bid

২. Estimated Action Ratio

৩. Ad Quality

উদাহরণঃ

A এডভার্টাইজারের বাজেট ৫০ ডলার

B এডভার্টাইজারের বাজেট ৬০ ডলার

দুইজনই সেইম অডিয়েন্স দিয়ে এডস রান করতেছে। তাহলে কারটা আগে দেখাবে?

১. প্রথমে ফেইসবুক তাদের দুইজনের বাজেট ও বিড সেট আপ দেখবে। সেখান থেকে একটা স্কোর নিবে।

২. ফেইসবুক তাদের ডাটা পয়েন্ট, মেশিন লার্নিং ও এলগরিদম ব্যবহার করে দেখবে যে,  দুটি এড থেকে কোন এড টা উক্ত টার্গেটেড কাস্টমারের দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। সেখান থেকে একটা Estimated Action Ratio অর্থাৎ একটা সম্ভাব্য স্কোর করবে।

৩. এরপর দুইজনের এড কোয়ালিটি দেখবে। ক্রিয়েটিভ, কপি, ল্যান্ডিং পেইজ, ডেসটিনেশন লিংক, এডভার্টাইজারের ডেমোগ্রাফিক, ফেইসবুক পলিসি ইস্যু আছে কিনা সবকিছু দেখে আরেকটা স্কোর করবে।

ফাইনালি ৩টি স্কোর গড় করে যার স্কোর বেশি আসবে তার এড টা প্রথমে দেখাবে। এটাই হচ্ছে ফেইসবুক এডস এর ইকোসিস্টেম, এভাবে ফেইসবুক এডস কাজ করে। তবে এই কাজটি খুবই দ্রুত সময়ে হয়। তাই শুধু ধুমধাম এড দিলেই হয় না, এডস নিয়ে কিছুটা কাজ করতে হয়। যতবেশি এডস ডেভেলপমেন্টে সময় দিবেন ততবেশি রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যদি আপনি এ বিষয়ে প্রকৃত এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে নিজের সময় ও অর্থ অপচয় না করে প্রফেশনাল কারো সহযোগিতা নেন।

প্রো টিপসঃ এডভার্টাইজারের প্রোফাইল অথেনটিক হলে সবচেয়ে বেটার হয়, তার প্রোফাইলে যাতে কপিরাইট বা পলিসি ভায়োলেন্স হিস্টোরি না সেদিকে খেয়াল রাখতে হবে।

নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে