
আপনার ব্রাউজারের কারণেও ফেইসবুক এডস রেজাল্ট স্লো হতে পারে
আপনার ব্রাউজারের কারণেও ফেইসবুক এডস রেজাল্ট স্লো হতে পারে
আমি ধরে নিচ্ছি বেশির ভাগই গুগল ক্রোম(Chrome) ব্রাউজার ব্যবহার করেন। মাঝে মধ্যে ব্রাউজারের Cache, Cookies এবং ব্রাউজার এডস ব্লকের কারণেও আপনার এড অডিয়েন্সের সামনে কম শো করে। ২০২০ সালে যখন ফেইসবুকে সাপোর্ট কথা বলেছিলাম তখন তারা এডস ব্লক বিষয়টি নিয়ে বলেছিল।
আপনার এডস ম্যানেজার একদম স্লো হয়ে গেলে, রেজাল্ট কম শো করলে আপনি চাইলে আপনার ব্রাউজারের Cache, Cookies ডিলেট করতে পারেন। সেই সাথে ব্রাউজারে সকল প্রকার এডস ব্লক আছে কিনা দেখুন, ব্লক থাকলে এডস শো করার অনুমতি দিতে পারেন। যদি ক্রোম ব্রাউজার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে, প্রথম সেটিংস এ যাবেন, এরপর-
Settings -Privacy & security - site settings - additional content settings - ads ( allow it)
মাঝেমধ্যে ব্রাউজারের সেটিংস চেঞ্জ হয়ে যায়,অতিরিক্ত হিস্ট্রি, Cace, Cookies জমা হয়ে যায় এজন্য বিষয়টি খেয়াল রাখতে পারেন। এটা টেকনিক্যাল ইস্যু, অনেকের এই সমস্যা নাও হতে পারে।