
মার্কেটিং এর ৮ টি শক্তিশালী শব্দ যা সচারাচর ব্যবহার করা হয়
মার্কেটিং এর ৮ টি শক্তিশালী শব্দ যা সচারাচর ব্যবহার
করা হয় -
- You - মানে কাস্টমার। মার্কেটিং টোটালি নির্ভর করে কাস্টমারের উপর
- Free - মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি কিছু পেতে পছন্দ করে তাই এই শব্দটি ব্যবহার করা হয়।
- Because - অর্থাৎ কেন একজন কনজিউমার প্রোডাক্ট ক্রয় করবে এটার কারণ দেখানো
- Risk Free - কাস্টমার সবসময় যেকোনো কিছু গ্যারান্টি বা ওয়ারেন্টি চাই। টাকা দিয়ে রিস্ক নিতে চাই না এজন্য এই শব্দ ব্যবহার করা হয়
- Secret - যেকেউ বিশেষ কিছু টিপস বা স্পেশাল গিফট বা ট্রিকস পেতে চায়। এটা তাদের জন্য ব্যবহার করা হয়।
- Instantly - বিক্রেতারা কাস্টমারের সাথে যা প্রমিস করে সেটার দ্রুত বাস্তবায়ন দেখতে চাই বা রেজাল্ট পেতে চাই। এজন্য কিছু ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহার করা হয়।
- Don't Miss - গুরুত্বপূর্ণ কিছু যাতে মিস না হয় এজন্য এটা হাইলাইট করে ব্যবহার করা হয়।
- Easy - কোন কাস্টমার প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার ঝামেলা চাইনা, চাই সহজ পার্চেস। তাই এই ধরনের শব্দ ব্যবহার করা হয়।
আপনি চাইলে ক্ষেত্রে বিশেষে এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন। নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে