
ফেইসবুক বিজনেস পেইজ গ্রোথ করার জন্য ৫টি কমন টিপস
ফেইসবুকে আপনার বিজনেস পেইজ গ্রোথ করার জন্য ৫টি কমন টিপস
1. Invite Your Facebook Friends: আপনার ফেইসবুক ফ্রেন্ডদের লাইক বা ফলো করার জন্য ইনভাইট করুন। তবে অতিরিক্ত নই, সপ্তাহে একবার বা মাসে ৩-৪ বার ইনভাইট করতে পারেন।
2.Post Valuable Content: নিজস্ব কন্টেন্ট পোস্ট করুন। হাই কোয়ালিটি ভিডিও ও ছবি ব্যবহার করুন। এতে ফেইসবুক আপনার কন্টেন্ট কে কোয়ালিটি কন্টেন্ট হিসেবে বিবেচনা করে প্রতিনিয়ত কোয়ালিটি অডিয়েন্সের সামনে শো করবে।
3. use Hashtag & Mention: পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার করুন। কাস্টমার, রিভিউ দাতা, কোম্পানি কে মাঝে মধ্যে মেনশন দিয়ে পোস্ট করতে পারেন। এতেই তাদের অডিয়েন্সের সামনে আপনার পোস্ট টি শো করবে। তাহলে এটা ভাল না!!
4.Hire a Unique Social Media Influencer: যারা শূণ্য থেকে উঠে এসেছে, যারা হাই কোয়ালিটি কন্টেন্ট বানায়, এরকম কিছু ইনফ্লুয়েন্সারকে হায়ার করতে পারেন। তাদের কাছে পজিটিভ ফেইস ভেল্যু থাকে, সেই সাথে কোয়ালিটিফুল অডিয়েন্সও থাকে।
5. Paid Advertising: উপরের ৪টি হচ্ছে অর্গানিক মার্কেটিং এর অংশ। এটার পাশাপাশি আপনাকে অবশ্যই পেইড মার্কেটিং করতে হবে অর্থাৎ ফেইসবুক এডস। আপনি বা আপনার বিজনেস যতই জনপ্রিয় হোকনা কেন পেইড মার্কেটিং বন্ধ করা যাবে না। প্রফেশনাল ফেইসবুক মার্কেটিং করতে প্রয়োজনে আমাদের সহযোগিতা নিতে পারেন।
নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে