Preloader
img

পার্সনাল এড একাউন্ট দিয়ে এড রান করলে ভালো হবে?

যত সমস্যাঃ পার্সনাল এড একাউন্ট !

পার্সনাল এড একাউন্ট দিয়ে এডস রান করলে পরবর্তীতে যত সমস্যা হয়। আসলে কি তাই? জ্বী হ্যাঁ!

চলেন সংক্ষিপ্ত ব্যাখ্যা করি 🤟

পার্সনাল এড একাউন্ট অন্যান্য ফেইসবুক এড একাউন্টের মতোই যেখান থেকে এডস রান করা যায়। তবে পার্সনাল এড একাউন্ট কখনও ক্রিয়েট করা যায় না, এটা প্রতিটি ফেইসবুক একাউন্টের বিপরীতে ফেইসবুক থেকে অটোমেটিক ক্রিয়েট করা হয়ে থাকে।

তাহলে সমস্যা কোথায়?

পার্সনাল এড একাউন্ট হচ্ছে গাছের গোড়ার মতো অর্থাৎ গোড়ায় সমস্যা হলে পুরো গাছে সমস্যা হবে। পার্সনাল এড একাউন্টের সাথে আপনার প্রোফাইল, পেইজ, গ্রুপ, বিজনেস একাউন্ট, কমার্স একাউন্ট, অন্যান্য এড একাউন্ট কানেক্টেড এবং আপনার সাথে কানেক্টেড ফেইসবুকের সকল প্রকার এজেটস এর সাথে পার্সনাল এড একাউন্ট কানেক্টেড আছে।

তাই পার্সনাল এড একাউন্ট রেস্ট্রিকেট বা ডিজেবল বা পার্মানেন্ট রেস্ট্রিকটেড হলে আপনার ফেইসবুকের সবকিছুতে সমস্যা সৃষ্টি হবে। এই ধারণাটি অনেকে না জানার কারণে প্রতিনিয়ত বেশ জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন। পার্সনাল এড একাউন্ট রেস্ট্রিকটেড হলে যা সমস্যা হয়ঃ

- নতুন এড একাউন্ট ক্রিয়েট করতে পারবেন না

- নতুন বিজনেস একাউন্ট একাউন্ট ক্রিয়েট করতে পারবেন না

- কমার্স একাউন্টে ইফেক্ট আসতে পারে

- পেইজে ইফেক্ট আসতে পারে

- পার্সনাল আইডিতে ইফেক্ট আসতে পারে

- কোন বিজনেস একাউন্টে এক্সেস নিতে পারবেন না।

কী করবেন তাহলে?

যদি সমস্যা হয় তাহলে দ্রুত একজন প্রকৃত এক্সপার্ট, আবারও বলছি একজন প্রকৃত ফেইসবুক এক্সপার্ট এর সাথে যোগাযোগ করুন। নানাজনের কাছ থেকে পরামর্শ নেওয়া থেকে বিরত থাকুন। আপনার প্রোফাইলের সাথে জাতীয় পরিচয়পত্র মিল রেখে রাখুন যাতে আপিল করতে পারেন।

শুভকামনা রইল সবার জন্য

নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারেন ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে