Preloader
img

কী কী বিষয় আপনার কন্টেন্ট রাইটিং কে দুর্বল করতে পারে?

কী কী বিষয় আপনার কন্টেন্ট রাইটিং কে দুর্বল করতে পারে?

Spelling, grammar and syntex error: বানান ও ব্যাকরণগত ভুল আপনার কন্টেন্টকে দুর্বল মানের পরিণত করতে পারে। প্রয়োজনে গুগল ও ডিকশিনারির সহযোগিতা নিতে পারেন।

Incomplete sentences: অপূর্ণ বাক্য গঠনের ফলে আপনার লেখার মান কমে যেতে পারে।আপনার লেখায় যেনো ইচ্ছা, আকাঙ্খা ও আসত্তি এগুলো থাকে।

Improper formating: বিশাল বড় কন্টেন্ট লিখছেন কিন্তু লাইন এলোমেলো, দাঁড়ি-কমা ঠিক নাই, ঠিকমতো প্যারা নাই, ইমোজি দিয়ে পুরো কন্টেন্ট পরিপূর্ণ করে ফেলেছেন! এরকম অনুপযুক্ত কন্টেন্ট ফ্যারমেট আপনার লেখার মান কমাতে পারে।

Lack of Clarity and intelligibility: স্বচ্ছতা ও বোধগম্যতার অভাবের ফলে লেখার অনেক সময় গ্রহণযোগ্যতা পাই না। আপনি যে বিষয় নিয়ে লিখবেন সেটার অবশ্যই স্বচ্ছতা থাকা জরুরি। সহজ ভাষায় লেখার চেষ্টা করুন।

আপনার কন্টেন্ট যত ভালো, তত ব্রান্ড ভ্যেলু বাড়বে, ব্রান্ডের পরিচিতি বাড়বে। আর ব্রান্ড পরিচিতি বাড়লে সেলসও বাড়বে। কথায় আছে যত ভালো কন্টেন্ট তত সেলস। তাই আপনি যখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কোনো কন্টেন্ট লিখতে যাবেন তখন লেখার মান নিয়ে একটু খেয়াল রাখতে পারেন

নিয়মিত বিভিন্ন টিপস পেতে ইমেইল সাবস্ক্রিপশন করতে ও জয়েন করতে পারেন আমাদের গ্রুপে এখানে